প্রতিদিন ২-৩ ঘন্টা সময় দিয়ে গুগল ক্যাপচা পূরণের মাধ্যমে মাসে আয় করুন $২৫-৩০ ডলার (পেমেন্ট প্রফ সহ) [Updated 19-01-2018]

আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো এবং সুস্থ আছেন, আল্লাহ্র অশেষ কৃপায় আমিও ভালো আছি। অনেকদিন বিরতির পর আজ লিখা হচ্ছে। ভালো কোন কাজ না পেলে আর পেমেন্ট প্রুফ না নিয়ে আমি কোন টিউটোরিয়াল লিখি না তাই নিত্য নতুন আয়ের বেপারে লিখতে গেলে প্রথমে আমাকে অনেক প্ররিশ্রম করতে হয়। আর আমার সব পরিশ্রম সার্থক হয় তখনই যখন একজন হলেও আমার লিখায় পড়ে উপকৃত হয়। আজকে যা নিয়ে কথা হবে, আমি আশাকরি সেটা সবার জন্য মোটামুটি ভালো একটা আয়ের পথ দেখিয়ে দিবে, তাহলে চলুন সরাসরি কাজের কথায় চলে যাই তবে আর একটি কথা টিউটোরিয়াল টি সম্পূর্ণ পড়ে তারপর কাজ করার জন্য অনুরোধ করছি। আজকের কাজের বিষয় হচ্ছে গুগল রি-ক্যাপচা পূরন করে কিভাবে আয় করতে হয় সেই বিষয়ে।তার আগে যেনে নেই- **রি-ক্যাপচা কি? -রি ক্যাপচা হচ্ছে এক ধরনের হিউম্যান ভেরিফিকেশন সিস্টেম, কোন ওয়েব সাইটে প্রবেশের আগে 'আমি রোবট নই' ( I'm not a robot) নামে যে ভেরিফিকেশন করতে বলা হয় সেটি হল রি-ক্যাপচা। I'm not a robot এ মার্ক করার পর কিছু ইমেজ/ছবি দেওয়া হয় সেগুলো থেকে কার(গাড়ী), স্টোর ফ্রন্ট (দোকানের সামনের অংশ) , স্ট্রেট সাইন (রাস্তার সাইন বোর্ড) ইত...